বিয়ের কয়েক বছর পর দুই বান্ধবীর দেখা। দু’জনই যার যার স্বামী নিয়ে গল্পে মেতে উঠল।
প্রথম বান্ধবী : আমার স্বামী বিয়ের আগে চাকরি করত। এখন ব্যবসা করছে। ফ্ল্যাট হয়েছে, গাড়িও কিনেছি।
দ্বিতীয় বান্ধবী : আমিও আমার স্বামীকে লাখপতি বানিয়েছি।
প্রথম বান্ধবী : বিয়ের আগে সে কী ছিল?
দ্বিতীয় বান্ধবী : কোটিপতি।