ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল

বন্ধু কৌতুক September 29, 2016 1,987
ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল

দুই বন্ধুতে কথা হচ্ছে.....


প্রথম বন্ধু : তাড়াহুড়া করে গাড়ি চালিয়ে অফিসে যাওয়া আমি একেবারেই পছন্দ করি না। এই যেমন সেদিন গাড়ি চালিয়ে অফিসে যাওয়ার সময় একজন অসচেতন মহিলাকে দেখলাম।


দ্বিতীয় বন্ধু : কী করছিল সে?


প্রথম বন্ধু : গাড়ি চালাতে চালাতে সে গাড়ির আয়নায় তাকিয়ে ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল! কী ভীষণ অসচেতন! তাকে দেখতে গিয়ে আমারও সমস্যা হয়ে গেল!


দ্বিতীয় বন্ধু : কী সমস্যা?


প্রথম বন্ধু : গালে শেভিং ফোম মাখাতে মাখাতে শার্টে মাখিয়ে ফেললাম!