সোনার দাঁত দেখে

পুলিশ ও আসামী September 25, 2016 3,262
সোনার দাঁত দেখে

ছুটতে ছুটতে পুলিশ স্টেশনে এসে ঢুকলেন মণ্ডল সাহেব।

মণ্ডল : ইন্সপেক্টর সাহেব, ছিনতাইকারী আমার টাকা-পয়সা, মানিব্যাগ, ঘড়ি- সব ছিনিয়ে নিয়ে গেছে। আমি টুঁ শব্দটাও করিনি!

ইন্সপেক্টর : আরে, বলছেন কী জনাব, আপনার সব নিয়ে গেল, আর আপনি কিছুই বললেন না!

মণ্ডল : বোকা নাকি? মুখ খুললেই তো ছিনতাইকারীরা আমার সোনার দাঁত দেখে ফেলত!