৯০০ কেজি ওজনের কুমড়া..!

ওয়ার্ল্ড রেকর্ডস September 23, 2016 3,546
৯০০ কেজি ওজনের কুমড়া..!

ওজনের দিক দিয়ে যেন সবকিছুকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। সম্প্রতি চীনের হুনান প্রদেশে উন্মুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম কাঁচের সেতুর। আর এবার যুক্তরাষ্ট্রে জন্মেছে ৯০০ কেজি ওজনের কুমড়া! ওয়ার্ল্ড রেকর্ডস এ সর্বপ্রথম এ জনপ্রিয় সবজী কুমড়া ওজনে এত বেশি।


দেশটির ক্যালিফোর্নিয়ায় প্রতি বছর বিশ্বের সবচেয়ে বড় বড় কুমড়া নিয়ে অনুষ্ঠিত হয় একটি প্রদর্শনী। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় উৎপাদিত বড় বড় কুমড়া নিয়ে চাষীরা অংশ নেন। এবারের প্রদর্শীতে সবচেয়ে বড় কুমড়াটির ওজন ছিল ১৯৬৯ পাউন্ড বা প্রায় ৯০০ কেজি।