দুধ বিক্রি করতে পারো

বাবা-ছেলে কৌতুক September 23, 2016 2,141
দুধ বিক্রি করতে পারো

বাবা-ছেলের মধ্যে কথা হচ্ছে-

বাবা : পরীক্ষায় এবার তুমি পাস-ফেল যাই করো না কেন, তোমাকে একটা সাইকেল কিনে দেব।

ছেলে : বাবা, তুমি খুব ভালো। তা কোন সাইকেল কিনে দেবে তুমি?

বাবা : পাস করলে কলেজে যাওয়ার জন্য নতুন রেঞ্জার সাইকেল কিনে দেব।

ছেলে : আর যদি ফেল করি?

বাবা : তাহলে ভাঙাচোড়া একটি সাইকেল কিনে দেব।

ছেলে : কেন?

বাবা : বাজারে ঘুরে ঘুরে যাতে তুমি দুধ বিক্রি করতে পারো।