গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর অপরাধে বল্টুকে আটক করল ট্রাফিক পুলিশ।
বল্টু : অনেকেই আমার মতো দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিল। আপনি আমাকেই কেন আটক করলেন?
পুলিশ : আপনি কি কখনো মাছ ধরতে গেছেন?
বল্টু : হ্যাঁ! কিন্তু কেন?
পুলিশ : কখনো কাউকে একসঙ্গে সব মাছ ধরতে দেখেছেন?