লেনোভো ব্র্যান্ডের ‘ইয়োগা ৫০০’ মডেলের ল্যাপটপটিতে মূল্য ছাড় সুবিধা ঘোষণা করেছে এর পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। অফারটিকে আরো আকর্ষণীয় করতে মূল্য ছাড় সুবিধার পাশাপাশি রয়েছে বিনা মূল্যে টটোলিংক রাউটার।
ছিমছাম ডিজাইনের এই ডিভাইসটিতে মাল্টিমোড সুবিধা রয়েছে। অর্থাৎ ল্যাপটপ, স্ট্যান্ড, টেন্ট ও ট্যাবলেট- এই চারভাবে ব্যবহার করা যাবে। টাচস্ক্রিন প্রযুক্তির ১৪ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটিতে রয়েছে উইন্ডোজ ৮.১ এর অরিজিনাল ভার্সন, ৫০০ জিবি হার্ডডিস্ক, ৮ জিবি এসএসডি, ডলবি সাউন্ড, ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ, ব্যাকলিট কিবোর্ড সুবিধা।
বর্তমান অফারে লেনোভো ইয়োগা ৫০০ ল্যাপটপটি কেনা যাবে ৫০,৫০০ টাকায়। পূর্ব মূল্য ছিল ৫৫,৫০০ টাকা।