আলো বেয়ে আকাশে!

বন্ধু কৌতুক August 10, 2016 1,206
আলো বেয়ে আকাশে!

প্রথম বন্ধু : আমি আকাশের দিকে টর্চের আলো ফেলব, তুই যদি আলো বেয়ে আকাশে উঠতে পারিস তাহলে তোকে এক হাজার টাকা দেব।


দ্বিতীয় বন্ধু : আমি উঠব না?


প্রথম বন্ধু : তার মানে তুই পারবি না।


দ্বিতীয় বন্ধু : অবশ্যই পারব। কিন্তু আমি অর্ধেক ওঠার পর যদি তুই আলো নিভিয়ে দিস, তাহলে তো আমি পড়ে যাব এবং আমার হাত-পা ভাঙবে। আমাকে তুই পাগল পেয়েছিস?