১ম বন্ধু : দোস্ত, আমার বউটারে আর বিশ্বাস নাই। খালি মিথ্যা কথা কয়। কী যে করি!
২য় বন্ধু : কেন, কী হইছে দোস্ত?
১ম বন্ধু : আর কইস না। কাল রাতে আমি বাড়ি ছিলাম না। সকালে আইসা দেখি বউ ঘরে নাই। দুপুরে ফিরতেই জিগাইলাম, কই গেছিলা? কয় তার বোনের বাড়িতে বেড়াতে গেছিল।
২য় বন্ধু : হুম, তয় বিশ্বাস না করার কী হইল?
১ম বন্ধু : আরে আমিই তো তার বোনের সাথে ছিলাম।