স্ত্রীর হাতের রান্না!

পুলিশ ও আসামী August 5, 2016 2,680
স্ত্রীর হাতের রান্না!

জেলার : তোমার শেষ ইচ্ছে কী?


আসামি : আমার স্ত্রীর হাতের রান্না খেতে চাই।


জেলার : তাতে মৃত্যুর আগে তৃপ্তি পাবে তুমি?


আসামি : না, তৃপ্তি পাব না। তবে ওর হাতের রান্না খেলেই মরতে ইচ্ছে হবে আমার।