সাবান দিয়ে হাত ধুয়ে আটা দিন!

ক্রেতা-বিক্রেতা কৌতুক August 2, 2016 2,567
সাবান দিয়ে হাত ধুয়ে আটা দিন!

ফরিদ : দোকানদার ভাই, আপনার দোকানে ভালো সাবান আছে?


দোকানদার : অবশ্যই আছে।


ফরিদ : ভালোমতো হাত পরিষ্কার হয় তো?


দোকানদার : অবশ্যই হয়।


ফরিদ : জীবাণু থেকে যায় না তো?


দোকানদার : না।


ফরিদ : ঠিক আছে। সাবান দিয়ে ভালোমতো হাত ধুয়ে এক কেজি আটা দিন।