বল্টু স্কুল থেকে S.S.C. পরীক্ষার রেজাল্ট নিয়ে বাড়ি ফিরেছে।
বল্টুর বাবা : রেজাল্ট কি বল্টু?
বল্টু : বাবা, আমার এক ফ্রেন্ড A পাইছে, ওর বাবা ওরে America তে ঘুরতে নিয়া যাইবো!
বাবা : বুঝলাম, তোর রেজাল্ট কি?
বল্টু : আমার আরেক ফ্রেন্ড B পাইছে, ওর বাবা ওরে Brazil এ ঘুরতে নিয়া যাইবো!
বাবা : বুঝলাম, এইবার তোরটা বল।
বল্টু : আমার আরেক বন্ধু C পাইছে ওর বাবা ওরে Canada- তে ঘুরতে নিয়া যাইবো!
বাবা : হারামজাদা! থাপ্পড় খাবি! এইবার। নিজের রেজাল্টের খবর নাই!
বল্টু : বাবা, আমারে তোমার France-এ ঘুরতে নিয়া যাইতে হইবো! কি বুঝলেন?
বল্টুরে কেউ ধইরা ধইরা আছার দে।