দেশের বাজারে এইচপির নতুন স্ক্রিন টাচ কনভার্টেবল ল্যাপটপ

কম্পিউটার রিভিউ July 27, 2016 949
দেশের বাজারে এইচপির নতুন স্ক্রিন টাচ কনভার্টেবল ল্যাপটপ

দেশের বাজারে এসেছে ফ্যাশন আর ব্যবহারবান্ধব ফিচার নিয়ে এই সময়ের সবচেয়ে পাতলা ও হালকা ওজনের এইচপি ল্যাপটপ।


এক্স৩৬০ মডেলের এইচপির নতুন এই ল্যাপটপটি কনভার্টেবল ল্যাপটপ। অর্থাৎ ল্যাপটপটিকে প্রয়োজনে ভাঁজ করে স্লেটের মতো ব্যবহার করা যায়। দাঁড়িয়ে কিংবা বসে, এমনকি চিৎ হয়ে বালিশে হেলান দিয়েও ল্যাপটপটিকে দিব্যি ব্যবহার করা যায়।


ল্যাপটপটি মাত্র ০.৬২ ইঞ্চি পুরুত্বের পাতলা, ওজন এক কেজির কিছু বেশি। ১৩.৩ ইঞ্চি স্ক্রিনের এই ল্যাপটপটি ইন্টেল কোর আই-সেভেন প্রসেসর চালিত। এবং এর ডিসপ্লে টাচস্ক্রিন প্রযুক্তির।


অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স, ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি এসএসডি হার্ডডিস্ক, ৬৪ বিটের অরিজিনাল উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, আইসল্যান্ড স্টাইল ব্যাকলিট কিবোর্ড, মাল্টিফরমেট এসডি মিডিয়া কার্ড রিডার, এইচপি সাপোর্ট অ্যাসিসট্যান্ট ও রিকভারি ম্যানেজার অ্যাপস।


এইচপি ব্র্যান্ডের এক্স৩৬০ মডেলের এই ল্যাপটপটি বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ ৬ ঘণ্টার বেশি। ২ বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধার এইচপি এক্স৩৬০ ল্যাপটপটির মূল্য ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।