আস্সালামু আলাইকুম!
কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই অনলাইনে বিভিন্ন টিউটরিয়াল দেখতে দেখতে এতক্ষণে ক্লান্ত হয়ে উঠেছেন! চলুন এবার একটু ভিন্ন কিছু করে মনকে হালকা করি । শুধু কি তাই? এর মাধ্যমে আপনি সহপাঠী এবং জুনিয়রদের চোখে হিরো হয়েও উঠতে পারেন!
শিরোনাম দেখে অবশ্যই বুঝে গেছেন আপনাকে কী শিখাতে যাচ্ছি! সুতরাং ঝটপট দুটি খেজুর পাতা সংগ্রহ করে দ্রুত তৈরী হয়ে যান এবং নিচের ধাপগুলো অনুসরণ করুন…
♥ প্রয়োজনীয় উপকরণ ও ধারাবাহিকতা :
01. শুধুমাত্র দুটো খেজুর পাতা সংগ্রহ করুন ।
02. তারপর একটি পাতাকে নিচের মত করে মাঝ বরাবর দু’ভাগ করুন ।
03. এবার প্রতিটি ভাগ করা পাতাকে আবার মাঝ বরাবর এমনভাবে ভাগ করুন, যেন গোড়ার দিকে একেবারে আলাদা না হয়ে যায় । ব্যাপারটি বুঝতে নিচের ছবিটি লক্ষ করুন-
04. এখন খন্ডিত পাতা দুটিকে নিচের ছবির মত করে সেট করুন-
05. এবার আপনার ডান পাশের প্রথম খন্ডিটকে নিচের মত করে ভাজ করুন-
06. এখন আপনার বাম পাশের প্রথম খন্ড দিয়ে নিচের মত করে গেথে ফেলুন-
07. এভাবে দুটি পাতাকেই নিচের ছবির পরিমাণ মত গেথে ফেলুন ।
08. এখন এই পাতা দুটোকে নিচের মত করে সেট করুন ।
09. এবার ডান ও বাম পাশ থেকে একটি করে খন্ড দিয়ে নিচের মত করে গেথে ফেলুন ।
10. তারপর বাম পাশের একটি খন্ড বাদে সবগুলো নিচের মত করে গেথে ফেলুন ।
11. এরপর সর্বশেষে গাথা খন্ডকে নিচের মত করে ভাজ করুন ।
12. এবার উহাকে নিচের মত করে গেথে নিন
13. তারপর উপরের আরও কিছু পাতা নিচের মত করে গেথে ফেলুন ।
14. এবার নিচের দিকের কিছু পাতাও ছবির মত করে গেথে ফেলুন ।
15. এভাবে পরিমাণ মত গাথার পর নিচের দিকে দুটি পাতা বাদ রেখে সর্বশেষে গাথা পাতাটিকে নিচের মত করে ভাজ করুন ।
16. এবার উহাকে গেথে নিন ।
17. তারপর পরিমাণ মত নিচের মত করে গাথুন ।
18. এবার উপরে দুটি পাতা বাদ রেখে ছবির মত করে ভাজ করুন ।
19. তারপর ছবির মত করে গাথুন ।
20. আরও কিছুটা গাথুন ।
21. এখন মাঝখানের পাতাটিকে এভাবে ভাজ করুন ।
22. তারপর উহাকে গাথুনির ভেতর দিয়ে ঢুকিয়ে দিন ।
23. এখন দুপাশের পাতা দুটোর বাড়তি অংশ এবং সামনের দু পায়ের বাড়তি অংশ কেটে নিন ।
[file=9440]
এখন কাউকে এটা সারপ্রাইজ করুন!