১ম বন্ধু : আচ্ছা, বিয়ের পর তোরা দু’জন কি সুখে আছিস?
২য় বন্ধু : অবশ্যই। প্রতি সপ্তাহেই আমরা রেস্তোরাঁয় খেতে যাই। খাওয়া শেষে কিছুক্ষণ পার্কে হেঁটে বেড়াই। মনের আনন্দে গান গাই।
১ম বন্ধু : বাহ! সপ্তাহের কোন দিনটায় যাস তোরা?
২য় বন্ধু : ও যায় বুধবার, আর আমি শনিবার।