চশমা চোখে দিয়ে!

ডাক্তার ও রোগী July 20, 2016 3,376
চশমা চোখে দিয়ে!

মোহন : এই চশমা দিয়ে কি আমি এখন পড়তে পারব?

চিকিৎসক : অবশ্যই পারবে।


মোহন : বাহ, ভালো তো। তাহলে এখন থেকে আর স্কুলে যাওয়ার দরকার নেই।


চিকিৎসক : কেন?


মোহন : চশমা চোখে দিয়ে বাসাতেই পড়ে নেব।