রোগি : স্যার, আমার সমস্যা হলো, আমি সবকিছুই দু’টি করে দেখি।
চিকিৎসক : হুম, রোগটা বেশ জটিল মনে হচ্ছে।
রোগি : একটা কিছু করেন স্যার। আমি খুব সমস্যায় আছি।
চিকিৎসক : ঠিক আছে, সামনের খালি চেয়ারটিতে আগে বসুন তো।
রোগি : চেয়ার তো দু’টি খালি। তা কোনটাতে বসব স্যার?