ষষ্ঠ প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ নতুন ল্যাপটপ দেশের বাজারে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডেল। ল্যাপটপটির মডেল ডেল ভস্ত্র ৩৪৫৯।
১৪ ইঞ্চি এইচডি এলইডি মনিটরের নোটবুকটিতে ডিভিডি রাইটার রয়েছে। অধিক সময় ব্যাকআপ পাওয়ার জন্য এতে ফোর সেলের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ডেলের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড কালো রঙের এই মডেলের ল্যাপটপটিতে ৩ বছর বিক্রয়োত্তর সেবা প্রদান করছে। ব্যাটারির ক্ষেত্রে ওয়ারেন্টি ১ বছর। ল্যাপটপটির মূল্য ৪৮ হাজার ৭৬০ টাকা।
ল্যাপটপটিতে রয়েছে ২.৩ গিগাহার্জ গতির কোর আই ৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক ও ইন্টেল এইচডি ৫২০ গ্রাফিক্স কার্ড।