অমর একুশে - মামুন আহমেদ

দেশাত্মবোধক কবিতা June 25, 2016 2,593
অমর একুশে -  মামুন আহমেদ

শুনতে কি পাও একুশের কান্না

যারা দিয়েছে রক্ত দিয়েছে ঢেলে রক্তের বন্যা

যারা দিয়েছে মায়ের ভাষা

তারাই দিয়েছে প্রান

আমরা কি পারবোনা রাখতে

এ দেশের সম্মান


দেখতে কি পাও শহিদ মিনার

তাদের স্মৃতিতে হয়েছে আজ স্তম্ব সোনার

তারা দেখেছে কতনা স্বপ্ন

একে দিয়েছে দোয়ারে

তবু কেনো আজ তুমি

স্বার্থপরের মতো দুরে

দুঃখের আগমনে সুখকি পাবনা

যারা রক্ত দিয়েছে একুশে

বলি তাদের কথা