কোমল পানীয়তে বিষ

বন্ধু কৌতুক June 24, 2016 1,815
কোমল পানীয়তে বিষ

রকিব একদিন রেস্টুরেন্টে কোমল পানীয়ের বোতল সামনে রেখে উদাস হয়ে বসে আছে। একটু পর রকিবের বন্ধু এলো এবং কোমল পানীয়টা খেয়ে ফেললো। তারপর রকিবকে বলল-


বন্ধু : কিরে পাগলা, এতো উদাস কেন?


রকিব : আজ ভাগ্যটা খুব খারাপ রে দোস্ত। সকালে প্রেমিকার সঙ্গে ব্রেকআপ হলো। এরপর রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় অফিসে যেতে দেরি হয়। তাই বস চাকরি থেকে বের করে দিলেন। এরপর মনের দুঃখে আত্মহত্যা করার জন্য কোমল পানীয়তে বিষ মেশালাম, তাও আবার তুই খেয়ে ফেললি!