জাপানের শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক ডিটাচেবল ল্যাপটপ বাজারে ছেড়েছে। এটির মডেল টাচ টাফবুক সিএফ-২০। প্রতিষ্ঠানটি দাবি করছে এটি বিশ্বের সবচেয়ে শক্তপোক্ত ডিটাচেবল ল্যাপটপ।
এই ল্যাপটপটি পরিবেশের সঙ্গে মানানসই করে তৈরি করা হয়েছে। যাতে করে মাঠে-ময়দানে বিভিন্ন কাজে এটি ব্যবহার করা যায়।টু ইন ওয়ান ল্যাপটপটি বেশ হালকা পাতলা। এর ডিসপ্লে ১০.১ ইঞ্চির। এটি কিবোর্ড থেকে আলাদা করে ট্যাবের মত ব্যবহার করা যায়। এতে মাল্টিটাড ডিসপ্লে রয়েছে।
ম্যাগনেসিয়াম অ্যালয়ের চেসিসের সঙ্গে এতে পলিমার এবং ইলাস্টোমার এজ প্রটেক্টর রয়েছে। ফলে এটি বেশ শক্তপোক্ত। এটি পানি ও ধুলোবালি নিরোধক ৷
এতে আছে ইন্টেলের সর্বাধুনিক এম৫-৬ওয়াই৫৭ ভিপ্রো স্কাইলার্ক প্রসেসর। এর বিল্টইন মেমোরি ২৫৬ জিবি। র্যাম ৮ জিবি। এর ব্যাটারি ২৬০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।
ভারতের বাজারে ল্যাপটপটির মূল্য ধরা হয়েছে সোয়া ২ লাখ। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় আড়াই লাখ টাকারও বেশি।