বিয়েটা ভেঙে গেছে

বন্ধু কৌতুক June 16, 2016 2,967
বিয়েটা ভেঙে গেছে

১ম বন্ধু : কিরে, আজ না তোর বিয়ে?


২য় বন্ধু : আর বলিস না, বিয়েটা ভেঙে গেছে!


১ম বন্ধু : কেন, কী হয়েছে?


২য় বন্ধু : মশা মেরেছিলাম।


১ম বন্ধু : মশা মারলে বুঝি বিয়ে ভেঙে যায়?


২য় বন্ধু : হ্যাঁ। কারণ মশাটা বসেছিলো আমার শ্বশুরের গালে।