নতুন বউকে ঘরে তোলার পর নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে, কি বলছে ইসলাম?

ইসলামিক শিক্ষা May 15, 2016 2,410
নতুন বউকে ঘরে তোলার পর নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে, কি বলছে ইসলাম?

আমাদের সমাজে নানা ধরণের কুসংস্কার প্রায় দেখা যায়। বিশেষ করে নতুন বউকে ঘরে তুলে আনার পর পারিবারিক কিছু নিয়ম নীতি এরমধ্যে প্রধাণ।


যেমন নতুন বউকে দুলাভাই কোলে করে ঘরে তুলতে হবে! আবার নতুন বউকে নরম স্থানে বসালে তার মেজাজ সব সময় নরম থাকবে!


এমন আরো অনেক কুসংস্কার পরিলক্ষিত হয়। আসলে এমন কোনো নিয়মের কথা ইসলামে নেই বললেই চলে। আর তাই এই ধরণের কোনো কুসংস্কার ইসলাম পছন্দ করে না।


বিয়ে করে নিয়ে আসার পর ঘরে তোলার পর নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে।


নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে তার মেজাজ নরম থাকবে, এমন হাস্যকর ধারণা ও বিশ্বাস আমাদের দেশের বিভিন্ন জেলায় প্রচলিত রয়েছে।


এটি একটি নিছক মূর্খতা ও অজ্ঞতাবশত অমুলক ধারণা মাত্র। যদের মাঝে ইসলামের শিক্ষার অভাব রয়েছে তারাই এইধরণের কাজের দিকে বেশি পরিমাণে ঝুকে পড়েন।


ইসলামে বা বাস্তবতার সাথে এর কোন সম্পর্ক নেই। কারো মেজাজ নরম বা কঠোর হওয়া সম্পূর্ণ তারই আভ্যন্তরীন বিষয়। নরম বিছানার সাথে মেজাজ নরম হওয়ার কোন ন্যূনতম সম্পর্ক নেই।


তাই এমন ভিত্তিহীন ধারণা পরিহার করতে হবে। কারণ প্রতিটি মানুষ তার নিজের ইচ্ছাতেই সব কাজ করে থাকেন। সুতরাং এমন ভ্রান্ত ধারণা কখনো পোষণ করতে পারেন না একজন সচেতন শিক্ষিত মানুষ।


মহান আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে এমন সব সামাজিক কুসংস্কার এবং এই ধরণের ধ্যান-ধারনা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।