মারা যাওয়ার পর মানুষের আত্মা কি আসা-যাওয়া করে?

ইসলামিক শিক্ষা October 31, 2018 6,604
মারা যাওয়ার পর মানুষের আত্মা কি আসা-যাওয়া করে?

এনটিভির জনপ্রিয় নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’র জুমাবারের বিশেষ ৫৬৩তম পর্বে মানুষ মারা গেলে আত্মা আসা-যাওয়া করে কি না, সে সম্পর্কে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন রওশন।


প্রশ্ন : অনেকে বলে মানুষ মারা গেলে আত্মা নাকি আসা-যাওয়া করে- এই কথাটি কি ঠিক?


উত্তর : ঠিক এভাবে হাদিসের মধ্যে আসেনি। হাদিসে যেসমস্ত বিষয় এসেছে সেটি হলো, মৃত ব্যক্তিকে দাফন করার পর মানুষ যখন চলে আসে তখন আল্লাহুতায়ালার হুকুমে, কীভাবে সেটি আল্লাহই জানেন, তাদের ফিরে যাওয়ার পায়ের আওয়াজটি পর্যন্ত মৃত ব্যক্তিরা শুনতে পায়। কিন্তু মৃত ব্যক্তির আত্মা বাসায় আসবে, এসে দেখবে কে কী করছে- এই বিষয়গুলো কোরআন বা সুন্নাহে নেই।


মৃত আত্মার জন্য যদি আমরা দোয়া করি, সেটি আল্লাহুতায়ালা কবুল করবেন এবং কবরে তার পজিশন বাড়তে থাকবে। তখন সেই আত্মা আল্লাহুতায়ালাকে বলবে, ‘হে আল্লাহ! আমার পজিশন বাড়ছে কেন? তখন আল্লাহ জবাবে বলবেন, তোমার জন্য তোমার সন্তানরা দোয়া করছে, এই জন্য আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করছেন।’ এগুলো হাদিসের মধ্যে এসেছে।


সূত্রঃ এনটিভি অনলাইন