প্রশ্ন. অনেক সময় মসজিদে কিছু মুসল্লিদের দেখা যায় তারা এমন খাটো শার্ট, প্যান্ট বা গেঞ্জি-ট্রাউজার পরে নামাজ পড়তে আসে যে, তারা যখন রুকু-সিজদায় যায় তখন তাদের পেছনের দিকের কাপড় সরে গিয়ে শরীর দেখা যায়। এমনকি ফরজ তরকও হয়ে যায়। এতে তার পেছনের নামাজিদের বিব্রত হতে হয়। এমন পোশাক পড়া জায়েজ আছে কিনা? এই পোশাক বা এ অবস্থায় নামাজ হবে কিনা?
উত্তর. যে কাপড় পরলে সতর খুলে যায় এমন পোশাক ব্যবহার করা জায়েজ নয় এবং এ ধরনের পোশাকে নামাজ আদায় করাও নাজায়েজ। আর নামাজে যদি সতরের কোনো অঙ্গের এক চতুর্থাংশ পরিমাণ খুলে যায় এবং তা এক রুকুন (অর্থাৎ তিন তাসবীহ)পরিমাণ সময় খোলা থাকে তাহলে সে নামাজ নষ্ট হয়ে যাবে।
তাই এ ধরনের পোশাক পরা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে নামাজে এ ধরনের পোশাক পড়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। (আদ্দুররুল মুখতার ১/৪০৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৭৩; ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৫৮)
সূত্রঃ আরটিভি অনলাইন