আইপিএল থেকে ছিটকে পড়া যখন সময়ের ব্যাপার সেই সময়ে ঘুরে দাঁড়িয়েছেন বিরাট কোহলিরা। একের পর এক টানা পাঁচ ম্যাচ জিতে প্লেঅফে খেলার সমীকরণ বাগে এনেছে বেঙ্গালুরু। আজ তারা দিল্লিকে হারিয়েছে ৪৭ রানের ব্যবধানে।
শুরু থেকেই মারমুখি ভঙ্গিতে বিরাট কোহলির ১৩ বলে ২৭, উইল জ্যাকসের ২৯ বলে ৪১, রজত পাতিদারের ৩২ বলে ৫২ রানের ইনিংসে পর ক্যামেরন গ্রিনের ২৪ বলে ৩২ রানে ১৮৭ রানের পুঁজি পায় বেঙ্গালুরু।
জবাবে ৩০ রানে ৪ উইকেট খুঁইয়ে হারিয়ে ফেলা খেই আর ফেরত পায়নি দিল্লি। অক্ষর প্যাটেলে ৩৯ বলে ৫৭ রানের তৃতীয় আইপিএল ফিফটি বৃথা যায়। যশ দয়ালের ৩ আর লকি ফার্গুসনে ২ উইকেট শিকারের দিনে তাদের ইনিংস থামে ১৪০ রানেই।
দুই দলেরই পয়েন্ট দাঁড়ালো ১৩ ম্যাচে ১২। ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাইকে হারাতে পারলে বেঙ্গালুরু প্রথম পর্ব শেষ করবে ১৪ পয়েন্টে। এর পর আসবে নেট রান রেটের হিসাব। দিল্লিও শেষ ম্যাচে পাবে ঘরের মাঠের সুবিধা, তাদের প্রতিপক্ষ লক্ষ্ণৌর এক ম্যাচ কম খেলেই পয়েন্ট ১২।