ম্যাচে আক্রমণ,বল দখলে একচেটিয়া আধিপত্য দেখাল পিএসজি। তবে খেলার বিপরীতে হামেলসের গোলে আরও এগিয়ে বরুশিয়া ডর্টমুন্ড।ম্যাচে ফিরতে শেষ দিকে মরিয়া চেষ্টা করে গেল লুইস এনরিকের দল।
তবে এদিন যেন ভাগ্য সহায় ছিলনা ফরাসি জায়ান্টদের।নির্ধারিত সময়ের শেষ দশ মিনিটে পিএসজি খেলোয়াড়দের নেওয়া শট ক্রসবারে লাগল তিনবার।এমবাপে-দেম্বেলেদের কোন চেস্টায় যেন এদিন সফল হলনা।আর তাতে আরও একবার হৃদয় ভাঙল প্যারিসিয়ানদের।
পার্ক দে প্রিন্সেসে বরুশিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালের দ্বিতীয় রাউন্ডও ১-০ ব্যবধানে হেরেছে পিএসজি।সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মান দলটিকে স্মরণীয় জয় এনে দেওয়া গোলটি করেন ম্যাটস হামেলস।
এর আগে ঘরের মাঠে প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছি বরুশিয়া।দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে জিতে ১১ বছর পর আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিল ডর্টমুন্ড।
২০১২-১৩ মৌসুমের সেই ফাইনালে লন্ডনের ওয়ম্বেলিয়েই সেই ফাইনালে ডর্টমুন্ড ২-১ গোলে হেরেছিল স্বদেশি ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে।রিয়ালের বিপক্ষে কাল বায়ার্ন জয় পেলে চ্যাম্পিয়নস লীগে আরও একটি 'অল জার্মান ফাইনাল' দেখবে ফুটবলপ্রেমীরা।আগামী ১ জুন এবারের ফাইনালও অনুষ্ঠিত হবে সেই ওয়েম্বলিতেই।
অন্যদিকে ৩০ টি শট আর ৭০ শতাংশ সময় বল দখলে রেখে গোল দেখা পাওয়া পিএসজির আরও একবার চ্যাম্পিয়নস লীগ হয়ে রইল আক্ষেপের নাম।এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিল প্যারিসিসিয়ানরা। ২০১৯-২০ মৌসুমে হেরেছে ফাইনালেও।
সূত্রঃ ইনকিলাব অনলাইন