মেসি-সুয়ারেসের যুগলবন্দীতে জয়ে ফিরল মায়ামি

ফুটবল দুনিয়া April 14, 2024 2,196
মেসি-সুয়ারেসের যুগলবন্দীতে জয়ে ফিরল মায়ামি

আগের ম্যাচে মেসিকে দেখা যায়নি চেনা ছন্দে। সেই লিওনেল মেসি এবার দেখা দিলেন চিরচেনা ভঙ্গিমায়। গোল করালেন, করলেন। জালের দেখা পেলেন দলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেসও। ইন্টার মায়ামিও ফিরল জয়ের ধারায়।


বাংলাদেশ সময় রোববার সকালে স্বাগতিক স্পোটিং কেসিকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। স্পোটিংয়ের হয়ে দুটি গোলই করেন এরিক থমি। আর মায়ামির হয়ে অন্য গোলটি করেন দিয়েগো গোমেস।


সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। আগের ম্যাচে মন্তেরেইয়ের কাছে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন জেরার্দো মার্তিনোর দলটি।


এরিকের গোলে এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় স্পোটিং। উল্লাসে কেঁপে ওঠে ৭২ হাজার ৬১০ জনে ভর্তি মিসৌরির অ্যারোহেড স্টেডিয়াম। অষ্টাদশ মিনিটে সমতায় ফেরে মায়ামি। মাঝ মাঠ থেকে রক্ষণচেরা পাস বাড়ান মেসি। ভিতরে ঢুকে ডান পায়ের নিচু শটে সমতা টানেন দিয়াগো গোমেস।


বিরতির আগে দুবার এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল স্পোর্টিং। কিন্তু গোলরক্ষক ডার্ক ক্যালেন্ডারের কল্যাণে হয়ে ওঠেনি।


বিরতি থেকে ফিরে ষষ্ঠ মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন মেসি। ডি বক্সের অনেক বাইরে ডেভিড রুইজের বাড়ানো বল পান আর্জেন্টাইন ফরোয়ার্ড। পজিশন নিয়ে বাম পায়ের উচু শটে লক্ষ্যভেদ করেন রেকর্ড আটবারের বর্ষসেরা। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।


সাত মিনিটের মাথায় আবার সমতায় ফেরে স্পোর্টিং। কর্নার ঠিকমত ক্লিয়ার করতে পারেনি মায়ামির ডিফেন্ডারা। ছুটে এসে দারুণ ভলিতে সমতা টানেন এরিক টমি।


স্বাগতিকদের এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৭১তম মিনিটে ডিফেন্ডারের ভুলে পিছিয়ে পড়ে তারা। ডেভিড গোমেসের বাড়ানো বল ফাঁকায় পেয়ে কাছ থেকে ছোট্ট টোকায় দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন সুয়ারেস।


পাঁচ মিনিট পর চোট নিয়ে মাঠ ছাড়েন মায়ামির অভিজ্ঞ লেফট-ব্যাক জর্দি আলবা। বাকি সময়ে জালের দেখা পায়নি কোনো দলই।


এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরেছে ইন্টার মায়ামি। ৯ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট ১৫। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে নিউ ইয়র্ক রেড বুলস। ওয়স্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার সাতে স্পোটিং।


সূত্রঃ ইনকিলাব অনলাইন