মুসলিমদের জন্য ইফতার আয়োজন করলো লিভারপুল

ফুটবল দুনিয়া April 10, 2024 330
মুসলিমদের জন্য ইফতার আয়োজন করলো লিভারপুল

শেষ প্রান্তে চলে এসেছে মুসলিমদের পবিত্র ধর্মীয় মাস রমজান। ইবাদত এবং উপাসনার পবিত্র এই মাসে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মুসলিমসহ বিশ্বের নানা প্রান্তের মানুষ। ভ্রাতৃত্বের বন্ধনের দৃশ্যায়ন হয়েছে ফুটবলের মাঠেও। একইরকম ভাবে দৃষ্টান্ত উপস্থাপন করেছে ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলও।


গত রোববার (৯ এপ্রিল) লিভারপুলের ষাট হাজার দর্শক ধারণ ক্ষমতার মাঠ অ্যানফিল্ডে ইফতার সেরেছেন প্রায় হাজার তিনেক দর্শক। লিভারপুল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ২৮০০ মানুষ।


এদিন প্রথমবারের মত ইফতার আয়োজন করেছিল লিভারপুল। শুধু তাই নয়, এদিন প্রথমবারের মত ক্লাবটিতে আযানের স্বরও শোনা যায়। লিভারপুলের এই আয়োজনে ক্লাবটির বড় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত সমর্থকরা মাঠের ভেতরেই নামাজও আদায় করেছেন।


পবিত্র রমযান মাসে মুসলিম ফুটবলাররা যেন ম্যাচ চলাকালীন সময়ে রোযা ভাঙতে পারেন সেই ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। এর আগে গত বছর প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে ইফতার আয়োজন করেছিল চেলসি।


সূত্রঃ ঢাকা মেইল