ফিরেই গোল করলেন মেসি, তবুও জয় পেলো না মায়ামি

ফুটবল দুনিয়া April 7, 2024 440
ফিরেই গোল করলেন মেসি, তবুও জয় পেলো না মায়ামি

ইনজুরি কাটিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে যখন মাঠে নামলেন দল তখন পিছিয়ে। খানিক পরেই ট্রেডমার্ক শটে গোল করে দলকে ফেরালেন সমতায়। পরে আরও এক গোল পেল ইন্টার মায়ামি। জাগল জয়ের সম্ভাবনা। কিন্তু শেষ সময়ে গোল হজম করে জয় হাতছাড়া হয়ে গেল ফ্লোরিডার দলটির।


মেজর লিগ সকারের ম্যাচে বাংলাদেশ সময় রোববার সকালে নিজেদের মাঠ চেস স্টেডিয়ামে কলোরাডোর সাথে ২-২ ড্র করে ইন্টার মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা চার ম্যাচ জয়হীন জেরার্দো মার্তিনোর দলটি।


প্রথমার্ধের শেষ মিনিটে রাফায়েল নাভারোর পোনাল্টি গোলে পিছিয়ে পড়ে ফ্লোরিডার দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন মেসি। ফেরার একাদশ মিনিটের মাথায় বামপ্রান্ত থেকে সতীর্থের বাড়ানো আড়াআড়ি নিচু পাসে শট নেন আর্জেন্টাইন তরকা। বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়।


তিন মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে ডেভিড রুইজের আড়াআড়ি পাসে কাছ থেকে টোকায় দলকে উল্টো লিড এনে দেন লিওনার্দো আফোনসো। জয়ের পথে থাকা মায়ামি ম্যাচের ৮৮তম মিনিটে গোল হজম করে জয় হাতছাড়া করে।


ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল মায়ামি। তবে, কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না। আক্রমণে বারবার মায়ামিকে চ্যালেঞ্জ জানালেও জালের নিশানা খুঁজে পেতে সময় লাগে কলোরাডোর। ম্যাচের ৪৫তম মিনিটে ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়ে যায় সফরকারী দলটি।


গোলের আরও বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে ইন্টার। সুযোগ ছিল কলরাডোর সামনেও। কিন্তু গোলরক্ষক ক্যালেন্ডারের দৃঢ়তায় জাল পায়নি প্রতিপক্ষ।


আবারও পয়েন্ট হারানোয় ইস্টার্ন কনফারেন্সে তালিকার তিনে নেমে গেছে ইন্টার মায়ামি। এ নিয়ে ৮ ম্যাচের তিনটিতেই ড্র করল তারা, সাথে তিন জয়ে তাদের পয়েন্ট ১২। মেসির অনুপস্থিতিতে হেরেছে দুটিতে।


বাংলাদেশ সময় আসছে বৃহস্পতিবার সকালে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মেসি-সুয়ারেসদের জন্য। এদিন কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মন্তেরেইয়ের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ঘরের মাঠে প্রথম লেগে ২-১ গোলে হেরে যাওয়া দলকে তাই প্রতিযোগিতায় টিকে থাকতে ঘুরে দাঁড়াতে হবে দুর্দান্তভাবে।


সূত্রঃ ইনকিলাব অনলাইন