নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পেয়েছেন দানি আলভেজ। ব্রাজিলের সাবেক এ তারকা ফুটবলারকে সাড়ে চার বছরের জেল এবং ভুক্তভোগী নারীকে ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যদিও এই শাস্তি হতে পারতো আরও বড়।
ভুক্তভোগীর আইনজীবীর আবেদন ছিল আলভেজের ১২ বছরের জেল। আর স্পেনের কৌঁসুলিরা চেয়েছিলেন ৯ বছরের জেল। কিন্তু সে তুলনায় যথেষ্ট কম শাস্তি পাচ্ছেন দানি। ব্রাজিলের গণমাধ্যমের দাবি, নেইমারের পরিবারের কারণেই আলভেজের এতো কম সাজা হয়েছে।
কারণ হিসেবে বলা হয়েছে, গত ৯ আগস্ট স্পেনের আদালতে জরিমানার এই টাকা পাঠায় নেইমারের পরিবার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলভেজের সাজার মেয়াদ কমানোর জন্য টাকাটা ভুক্তভোগীকে দিতে বলা হয়েছে। সাজা কম হওয়ার পেছনে এটি বড় ভূমিকা রেখেছে বলে দাবি ব্রাজিলের গণমাধ্যমের।
২০২২ সালের ডিসেম্বরে ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন আলভেজ। এরপর থেকে কারাবন্দী আছেন তিনি। সে সময় নিজের সম্পদের সাহায্যেও নিতে পারেননি এ ফুটবলার।
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ব্রাজিলে আলভেজের সম্পত্তি জব্দ করার নির্দেশ দেয় আদালত। ফলে মামলা লড়তে আর্থিক সাহায্যের প্রয়োজন ছিল তার। আলভেজের ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাত দিয়ে ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, এ সময় টাকা দিয়ে আলভেজকে সহায়তা করেছেন নেইমার ও তার বাবা।
এ বিষয়ে নেইমার ও পরিবারের যোগাযোগ করে কোনো মন্তব্য পায়নি ব্রাজিলিয়ান গণমাধ্যমটি। তবে জাতীয় দল ও বার্সেলোনায় সতীর্থ ছিলেন আলভেজ ও নেইমার। দুজনের মধ্যে বন্ধুত্ব বেশ গাঢ়। ব্রাজিলিয়ান তারকার আইনজীবীর কাছে পুরো টাকাটা পাঠায় নেইমারের পরিবার।
গত বছরের নভেম্বরে নেইমারের পরিবারের পক্ষ থেকে আলভেজকে আর্থিক সাহায্য পাঠানো হয়। আর এর প্রমাণ তাদের কাছে রয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমটি। গত বছর ৯ আগস্ট আদালতে সেই টাকা জমা দেওয়া হয়।
গণমাধ্যমটির দাবি আলভেজের আইনজীবীর সঙ্গে আটবার যোগাযোগের চেষ্টা করেছে তারা। কিন্তু এ ব্যাপারে তিনি কথা বলতে রাজি হননি। চ্যাম্পিয়ন্স লিগসহ ক্যারিয়ারের ৪০টির বেশি শিরোপা জেতেন আলভেজ। এর মধ্যে এক বার্সেলোনায় জেতেন ২৩টি ট্রফি।
সূত্রঃ অনলাইন