দুর্দান্ত শুরুর পরেও যে চ্যাম্পিয়নস লীগে জয় পায়নি বার্সেলোনা। নাপোলির মাঠে শুরতে দেখে দাপট দেখিয়েছিল বার্সা। লেভান্ডফোস্কির গোলে লিডও নেয় দলটি। তবে শুরুর বিবর্ণতা কাঁটিয়ে নাপোলি শেষদিকে সমতা ফেরায়।গোল করেন ভিক্টর ওসিমেন।
আর তাতে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইটি শেষ হয় ১-১ সমতায়। গতকালের ম্যাচটি নাপোলির ঘরের মাঠে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে।কাকতালীয় হলেও আর্জেন্টাইন কিংবদন্তি খেলেছিলেন এদিন তার নামে নামকরণ হওয়া মাঠে মুখোমুখি হওয়া দুই দলের হয়েই।
প্রতিপক্ষের মাঠে বার্সা যেভাবে শুরু করেছিল, তাতে দলটি প্রথমার্ধে গোলশূন্য থেকে শেষ করাটাই ছিল বিষ্ময়ের। আক্রমণাত্মক শুরু করা বার্সা প্রথম ২৫ মিনিটে গোলের জন্য ছয়টি শট নেয় ,এর তিনটি ছিল লক্ষ্যে।অন্যদিকে প্রথমার্ধে একটি শর্টও গোল মুখে রাখতে পারেনি নাপোলি।
তবে আক্রমণের ধারা ধরে রেখে ৬০ তম মিনিটে এগিয়ে যায় জাভির দল। পেদ্রির কাছ থেকে পাওয়া বল নিচু শটে জালে জড়ান লেভানডফস্কি।চলতি আসরে এটি পোলিশ তারকার কেবল দ্বিতীয় গোল।৬ মিনিট পেদ্রি নিজেই নাম লেখাতে পারতেন স্কোরশিটে।তবে তার বুলেট গতির শট ঠেকিয়ে দেন নাপোলি গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে ছন্দে ফেরা নাপোলি ৭৬ তম মিনিটে সমতা ফেরায়। ওসিমেনের করা সেই গোলেই শেষ পর্যন্ত জয়বঞ্চিত হয় বার্সা।আগামী ১২ মার্চ বার্সেলোনার মাঠে হবে ফিরতি লেগ।
সূত্রঃ ইনকিলাব অনলাইন