আগামী কোপা আমেরিকায় নেইমারের খেলা অনিশ্চিত বলে জানিয়েছিলেন দলটির চিকিৎসক রদ্রিগো লাসমার। তবে নেইমার ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল-হিলালের ফিটনেস ক্যাম্পেও। এরই মাঝে দলের প্রধান তারকার ফেরা নিয়ে মন্তব্য করেছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র।
এক মাস আগে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তিনি নেইমার বিশ্বসেরা তিন ফুটবলারের একজন বলে মন্তব্য করেছিলেন। এই তারকা ফরোয়ার্ড এখনও তার পরিকল্পনায় আছে বলে জানিয়েছেন দরিভাল। তবে তাকে জাতীয় দলে ফিরতে হলে কী করণীয়– নতুন কোচ তাও স্মরণ করিয়ে দিয়েছেন।
নেইমারের পুনর্বাসন নিয়ে জানতে চাইলে দরিভাল বলেন, ‘সে আমাদের প্রধান প্রজেক্টের একজন। নেইমার আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে নিজেও বিষয়টা জানে। এমনকি বিশ্ব ফুটবলের সেরা ফুটবলারের একজনও সে। আমাদের আশা সে শারীরিকভাবে পুরো ফিট হয়ে ফিরবে।’
এরপরই জাতীয় দলে ফেরার জন্য তাকে কিছু করণীয় বলে দিলেন ব্রাজিল কোচ, ‘জাতীয় দলের হয়ে সম্ভাব্য সব জিততে আমাদের যে স্কোয়াড, সেখানে নিশ্চয়ই তার জায়গা আছে। কিন্তু তাকে আত্মবিশ্বাসী হতে হবে। হতে শান্ত, ভারসাম্যপূর্ণ এবং সবকিছুর ওপরে তার খেলার প্রতি মনোযোগ। সে যখনই পুরো ফিট হবে, তখন থেকেই আমাদের প্রক্রিয়ার অংশ হয়ে যাবে।’
মাঠের পারফরম্যান্সে ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপের পর থেকেই ব্যাকফুটে আছে। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে তাদের অবস্থান ছয়ে। ছয় ম্যাচে তারা মাত্র দুটি জয় পেয়েছে, হেরেছে তিনটিতে। পুনরায় বাছাই খেলতে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সেপ্টেম্বরে মাঠে নামবে।
সূত্রঃ ঢাকা পোস্ট