চলমান বিচ সকার ফুটবল বিশ্বকাপে মঙ্গলবার মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল । ব্রাজিলের জন্য ম্যাচটা ছিল কেবলই নিয়মরক্ষার। গ্রুপের প্রথম দুই ম্যাচ জিতে আগেভাগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল তারা । তবে এই ম্যাচেও কোনো ছাড় দেয়নি সেলেসাওরা। শেষ মুহূর্তের গোলে মেক্সিকোকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টারে উঠেছে টুর্নামেন্টের পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত পৌণে ১১টায় দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা।
প্রথম দুই ম্যাচে দাপট দেখানো ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে শুরুতেই গোল হজম করে বসে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার দুই গোল করে লিড নেয় সেলেসাওরা। এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধেও প্রথম গোল করে মেক্সিকো। তবে সেই গোলের রেশ কাটতে না কাটতেই আবার লিড নেয় ব্রাজিল। মেক্সিকান ফরোয়ার্ডের দারুণ এক গোলে কিছুক্ষণ পর আবারও সমতায় ফেরে মেক্সিকো।
তবে ম্যাচ জমে ওঠে তৃতীয় পিরিয়ডে। ব্রাজিলের অ্যালিসন গোল করে দলকে লিড এনে দিলেও বেশিক্ষণ সে লিড ধরে রাখতে পারেনি তারা। উল্টো ম্যাচ শেষের আগ মুহূর্তে গোল করে ম্যাচে সমতা ফেরান মেক্সিকোর রোমান মালডোনাডো। ৩-৩ সমতায় ম্যাচ যখন ড্র হওয়ার পথে ঠিক তখন নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে জয়সূচক গোলের দেখা পায় ব্রাজিল। দলটির পক্ষে এডিসন হাল্ক গোল করলে ৩-৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
আগের ম্যাচেও পর্তুগালের বিপক্ষে ব্রাজিল অতিরিক্ত সময়ে করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। এ জয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই অপরাজিত থেকে মাঠ ছাড়লো সেলেসাওরা।
এর আগে ওমানের বিপক্ষে ৫-৩ গোলে জয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করে ব্রাজিল। নিজদের দ্বিতীয় ম্যাচে গত রোববার (১৮ ফেব্রুয়ারি) তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগালকে ৩-২ ব্যবধানে হারায় সেলেসাওরা।
কোয়ার্টার ফাইনালের ম্যাচে এশিয়ান পরাশক্তি জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেনেগালকে ৬-৪ গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে জাপান।
টুর্নামেন্টের নিয়মানুসারে গ্রুপ পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি করে চার গ্রুপ থেকে আটটি দল যোগ্যতা পাবে কোয়ার্টার ফাইনাল খেলার। এরপর সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামী ২৫ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।