শেষ মিনিটের গোলে নাটকীয় জয় পেলো বার্সেলোনা

ফুটবল দুনিয়া February 18, 2024 4,529
শেষ মিনিটের গোলে নাটকীয় জয় পেলো বার্সেলোনা

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ইতিমধ্যেই বেড়ে দাঁড়িয়েছে সাতে।দুই চিরপ্রতিদ্বন্দীর মাঝে পয়েন্ট তালিকায় আছে আসরের চমক জিরোনাও। চাপে থাকা বার্সালোনার শিরোপা স্বপ্ন শনিবার রাতেই প্রায় শেষ হয়ে যেতে পারত।


লা লিগার ম্যাচে এদিন সেল্টা ভিগোর মাঠে নেমেছিল জাভি হার্নান্দেজের দল।নির্ধারিত সময় শেষে ম্যাচটি ছিল ১-১ সমতায়।গুরুতপূর্ণ দুই পয়েন্ট হারানো শঙ্কায় তখন কাতালান ক্লাবটি।


তবে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে শেষ মিনিটে পেনাল্টি পেয়ে যায় বার্সা।আর স্পটকিকে থেকে লক্ষ্যভেদ করে দলকে ২-১ ব্যবধানে স্বস্তির জয় এনে দেন রবার্ট লেভান্ডফস্কি।বার্সার অন্য গোলটিও এসেছে তার পা থেকে


প্রথামার্ধে এই পোলিশ স্ট্রাইকারের গোলেই লিড নেয় বার্সা।যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে সেল্টার হয়ে সমতা ফেরান ইয়াগো আসপাস।তবে ঘরের মাঠে শেষের ভুলে এক পয়েন্ট আর পাওয়া হয়নি দলটির। এদিকে এক ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল বার্সেলোনা। গত রাউন্ডে গ্রানাদার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল গতবারের চ্যাম্পিয়নরা।


নাটকীয় এই জয়ের পর ২৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ৬১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে আছে।


সূত্রঃ ইনকিলাব অনলাইন