গতকাল (১৫ ফেব্রুয়ারি) নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছে আইভরি কোস্ট। আর ২১ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছে কাতার।
এছাড়া এই দুই টুর্নামেন্টের রানার্সআপ দলও র্যাঙ্কিংয়ে বেশ এগিয়েছে। আফ্রিকান রানার্সআপ দল নাইজেরিয়া ১৪ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছে। আর এশিয়ান রানার্সআপ দল জর্ডান ১৭ ধাপ এগিয়ে ৭০ তম স্থান উঠে এসে জর্ডান।
নতুন র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি শীর্ষ ১১টি দলের। বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ীদের বর্তমান পয়েন্ট ১৮৫৫.২। আর আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল রয়েছে পাঁচে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বর্তমান পয়েন্ট ১৭৮৪.০৯।
বাংলাদেশের র্যাঙ্কিংয়েও কোনো পরিবর্তন আসেনি। ৯১৬.৭৫ পয়েন্ট নিয়ে ১৮৩ নম্বরে অবস্থান করছে লাল-সবুজের দল। তবে পরিবর্তন এসেছে ভারতের র্যাঙ্কিংয়ে। এশিয়ান কাপে তিন ম্যাচ হেরে ১৫ ধাপ পিছিয়েছে ভারত। ১১৬৫.১৭ পয়েন্ট নিয়ে বর্তমানে ভারতের অবস্থান ১১৭তম।
সূত্রঃ অনলাইন