এমবাপের রেকর্ড গোলে শেষ আটের পথে পিএসজি

ফুটবল দুনিয়া February 15, 2024 5,170
এমবাপের রেকর্ড গোলে শেষ আটের পথে পিএসজি

কিলিয়ান এমবাপ্পে এবং বাহলি বারকোলার গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল ফরাসি চ্যাম্পিয়নরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্যারিসে শেষ ষোলোর প্রথম লেগে সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।


প্রথমার্ধে গোলের জন্য মাত্র ৪টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি পিএসজি। ভালো সুযোগ একটাই তৈরি করেছিল তারা। তবে সেটা কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। স্বদেশী উসমান দেম্বেলের পাস থেকে ফরাসি তারকার ডান পায়ের নিচু শট ঠেকিয়ে দেন সোসিয়েদাদের গোলরক্ষক।


প্রথমার্ধের বাকি সময়ে স্বাগতিকরা আর খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। এই সময়ে বরং তাদের রক্ষণে বেশ কয়েকবার ভীতি ছড়ায় সফরকারীরা। বিরতির ঠিক আগে গোল প্রায় পেয়েই যাচ্ছিল সোসিয়েদাদ। ২৫ গজ দূর থেকে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনোর বাঁ পায়ের শট ক্রসবারে লাগে।


দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দাপট দেখানো শুরু করে পিএসজি। ৫৮তম মিনিটে মার্কিনিয়োসের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ৪৪তম গোল। লিগটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে শুরু করা টানা ১০ ম্যাচে গোল (মোট ১৩) করলেন এই তারকা।


৭০তম মিনিটে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। ফাবিয়ান রুইসের পাস বাঁ দিকে পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। নিচু শটে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন তরুণ ফরাসি ফরোয়ার্ড।


সূত্রঃ অনলাইন