অবিশ্বাস্য এক গোলে রিয়াল মাদ্রিদকে জেতালেন দিয়াজ

ফুটবল দুনিয়া February 14, 2024 1,454
অবিশ্বাস্য এক গোলে রিয়াল মাদ্রিদকে জেতালেন দিয়াজ

চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি হয়তো খেলারই সুযোগ পেতেন না রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ।তবে দলের বড় তারকা জুড় বেলিংহ্যাম যদি ইনজুরির কারণে বাদ পড়লে সুযোগ পেয়ে যান এই দিয়াজ। এই স্প্যানিশ মিডফিল্ডার শুধু খেললেন না, অবিশ্বাস্য এক গোলে রিয়াল মাদ্রিদকে জেতালেনও।


রেড বুল অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের শেষ ষালোর প্রথম লেগে লাইপিজেগের বিরুদ্ধে রিয়ালের জয় ১-০ গোলে।দ্বিতীয়ার্ধে শুরুতেই চোখ ধাঁধানো সেই গোলটি করেন দিয়াজ, যেটি চ্যাম্পিয়নস লীগ ইতিহাসেরই অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হওয়ার যোগ্যতা রাখে।


খেলার ৪৮ তম মিনিট চলছে।ম্যাচ তখন গোলশূন্য সমতায়।আধিপত্য দেখালেও সফল হতে পারছিল না রিয়াল।এমন সময়ই দেখা মেলে দিয়াজ ম্যাজিকের। ডান প্রান্ত দিয়ে প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে প্রথমে লাইপজিগের তিন খেলোয়াড়কে কাটান এই মিডফিল্ডার । এরপর বক্সে ঢুকে আরও দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে নিখুঁত এক শটে বল জড়ান জালে।


অসাধারণ এই গোলের উদযাপনে দিয়াজ স্মরণ করলেন যার সৌজন্যে ম্যাচে জায়গা পেলেন সেই বেলিংহ্যামকে।গোল হজমের পর মরিয়া চেষ্টা করে যায় লাইপিজেগ।তাদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়ে ম্যাচের শেষ পর্যন্ত রিয়ালের লিড সুসংহত রাখেন গোলরক্ষক আন্দ্রি লুনিন। এদিন ৯টি আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন এ গোলরক্ষক।


গুরুতপূর্ণ এই জয়ে দুই লেগের লড়াইয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লস ব্লাংকোরা। রিয়ালের মাঠে দ্বিতীয় লেগে দুই দল মুখোমুখি হবে আগামী ৭ মার্চ।


সূত্রঃ ইনকিলাব অনলাইন