ভিনিসিউস-রদ্রিগোতে জিরোনাকে বিধ্বস্ত করলো রিয়াল

ফুটবল দুনিয়া February 11, 2024 498
ভিনিসিউস-রদ্রিগোতে জিরোনাকে বিধ্বস্ত করলো রিয়াল

এবারের লা লিগায় অবিশ্বাস্য এক স্বপ্ন যাত্রায় চলছিল জিরোনার।গতকাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে লা লিগার চলতি মৌসুমে খেলা ২৩ ম্যাচে মাত্র একবার হারের মুখ দেখেছে দ্বিতীয় সারির স্প্যানিশ দলটি ! একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে শুধু শীর্ষ তিনই নয়, ভালোভাবেই টিকে ছিল লীগ শিরোপার দৌড়ে।


তবে উড়তে থাকা জিরোনাকে গতকাল মাটিতে নামালো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে বেলিংহ্যাম,ভিনিসিয়ুস, রদ্রিগোদের দুর্দান্ত পারফর্ম্যান্সে সামনে দাঁড়াতেই পারেনি মৌসুমের চমক দেখানো দলটি।


ঘরের মাঠে 'এক দুইয়ের লড়াইয়কে'একপেশে বানিয়ে রিয়াল ম্যাচটি জিতেছে ৪-০ ব্যবধানে।এতে শীর্ষস্থা আরও মজবুত হলো কার্লো আনচেলত্তির দলের।


ম্যাচের ষষ্ঠ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেওয়া ভিনিসিউস জুনিয়র ছিলেন পরের দুই গোলের যোগানদাতা। গোল দুইটি করেন রিয়ালের তরুণ সেনসেশন জুড বেলিংহ্যাম। একবার জালের দেখা পান রদ্রিগো। রিয়াল পুরো ম্যাচে ছয়টি শট প্রতিপক্ষের গোলমুখে রাখতে পেরেছিল, যার চারটিকেই দিয়েছে সফল পরিণতি। শেষ মুহূর্তে হোসেলু পেনাল্টি মিস না করলে আরও বাড়ত সফলতার হার।


এই জয়ের পর ২৪ ম্যাচে ১৯ জয় ও ৪ ড্রয়ে রিয়ালের পয়েন্ট এখন ৬১। সমান ম্যাচে জিরোনার ৫৬ পয়েন্ট।২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শিরোপাধারী বার্সেলোনা তিনে, ৪৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ চারে আছে।