কি ঘটেছিল টসের সময়? জানালেন বাংলাদেশের অধিনায়ক

ফুটবল দুনিয়া February 9, 2024 4,796
কি ঘটেছিল টসের সময়? জানালেন বাংলাদেশের অধিনায়ক

থ্রিলার মুভির গল্পকেও যেন হার মানিয়েছে বাংলাদেশ-ভারত ২০২৪ নারী সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল হয়েছে নাটকের পর নাটক। নাটকীয়তায় পরিপূর্ণ ম্যাচের ফল হতে সময় লেগেছে প্রায় পাঁচ ঘণ্টা।


এদিন ম্যাচ কমিশনারের নেয়া ভুল সিদ্ধান্তের কারণে বিতর্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ও ভারতে। টাইব্রেকারের পর ম্যাচের মীমাংসা না হওয়ায় টসের মাধ্যমে ভারতকে চ্যাম্পিয়ন বানিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন ম্যাচ কমিশনার। এরপর ঘণ্টা খানেক চরম নাটকীয়তার পর অবশেষে মধ্যপন্থাই বেছে নিয়ে বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।


সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের নির্ধারিত সময়ের খেলা শেষে ১-১ সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ১১টি শটের পরও ম্যাচের ফলাফল আসেনি। টুর্নামেন্টের নিয়মানুযায়ী ম্যাচ সাডেন ডেথে চলমান থাকার কথা থাকলেও ম্যাচ কমিশনার ডি সিলভা জয়সুরিয়া টসের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করেন। টস জিতে শিরোপা উৎসব করে ভারতের মেয়েরা।


তবে ম্যাচ কমিশনারের এমন সিদ্ধান্তের পর বাংলাদেশের ফুটবলাররা ও কোচিংস্টাফ আপত্তি জানায়। এরপর ম্যাচ কমিশনার নিজের 'ভুল' বুঝতে পেরে সিদ্ধান্ত পরিবর্তন করে আবারো সাডেন ডেথ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে ভারত তাতে রাজি না হয়ে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরে যায়। এরপর প্রায় আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার আলোচনার পর দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।


এমন কাণ্ডের পর সকলের মনেই একটি প্রশ্ন কি ঘটেছিল টসের সময়। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ম্যাচ কমিশনার? টসের সময় কী ঘটেছিল সেই ব্যাপারে ম্যাচ শেষে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার।


ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকার জানান টসের মাধ্যমে শিরোপা নির্ধারণ করা হবে তাঁকে তা জানানো হয় নি। আবারো পেনাল্টি নেওয়ার জন্য টস হবে এমনটা ভেবেই গিয়েছিলেন আফিদা।


তিনি বলেন, ‘আমরা নব্বই মিনিট খেলেছি, টাইব্রেকার নিয়েছি, টসের মাধ্যমে কীভাবে একটা দলের হার-জিত হবে? এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। কেউ আমাকে কিছু বলে নাই যে, টসের মাধ্যমে তুমি জিতবে বা হারবে। কিছুই বলেনি।’


বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘আমাকে ডেকেছে, আমি ভেবেছি টস করার পর আমরা রি-কিক (পুনরায় টাইব্রেকার) নেব, ওরা সেভ দেবে বা এরকম কিছু। আমাকে বলল, কয়েনের নীল পাশ ওরা, তুমি সবুজ। টস করল, ওদেরটা পড়ল, বাঁশি বাজিয়ে রেফারি ওদের জিতিয়ে দিল।’


ম্যাচ কমিশনারের এমন কাণ্ডের সমাধানের জন্য শেষ পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাদের সঙ্গে আলোচনার পরেই দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।