১০ জনের দল নিয়েও সহজ জয় পেলো বার্সেলোনা

ফুটবল দুনিয়া February 4, 2024 648
১০ জনের দল নিয়েও সহজ জয় পেলো বার্সেলোনা

স্প্যানিশ লা লিগার ম্যাচে বার্সা তারকা ভিতো হকের দুই রকম অভিজ্ঞতাই হল গতকাল। বদলি নেমে করলেন দারুণ এক গোল, এর খানিক পরেই ফাউল করে দেখলেন লাল কার্ড।আর তাতে শেষের প্রায় ২০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হল বার্সাকে।এরপরেও অবশ্য জয় পেতে কোনো অসুবিধা হয়নি জাভি হার্নান্দেজের শিষ্যদের।


শনিবার লিগ ম্যাচে আলাভেসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সালোনা।রবার্ট লেভানন্ডোফস্কিকে দিয়ে দলের প্রথম গোল করানো ইলকাই গিনদোয়ান নিজে খানিক পরে ব্যবধান দিগুণ করেন। আলাভেসের হয়ে ব্যবধান কমান সামু ওমোরোদিওন।তবে লাল কার্ড দেখা হকের গোলে আবার দুই গোলে এগিয়ে যায় বার্সেলোনা।


এ নিয়ে আলাভেসের বিপক্ষে লিগে বার্সেলোনা অপরাজিত রইল এই নিয়ে টানা ১৩ ম্যাচে। যার মধ্যে রয়েছে ১১ জয় ও ২ ড্র।আলাভেসকে হারিয়ে লা লিগার টেবিলে তৃতীয় স্থানে উঠল জাভির দল।


এই জয়ের পর ২৩ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট এখন ৫০।২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ শীর্ষে, ৫৫ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে আছে।২৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আলাভেস।


সূত্রঃ ইনকিলাব অনলাইন