ব্রাজিলিয়ান রকির অভিষেক গোলে জয়ে ফিরল বার্সেলোনা

ফুটবল দুনিয়া February 1, 2024 1,202
ব্রাজিলিয়ান রকির অভিষেক গোলে জয়ে ফিরল বার্সেলোনা

বার্সেলোনার হয়ে প্রথম ৫টি ম্যাচ খেলে গোলের দেখা পাননি ব্রাজিলের 'নতুন রোনালদো' ভিতর রকি । অবশেষে ৬ষ্ঠ ম্যাচে এসে গোলের দেখা পেলেন এ তরুণ ফরোয়ার্ড। একের পর এক হারে বার্সেলোনার আত্মবিশ্বাস যখন একদম তলানিতে, তখন ত্রাতা হিসেবে আবির্ভাব ব্রাজিলিয়ান এই তরুণের। লিগ টেবিলের নিচের সারির দল ওসাসুনার বিপক্ষে বার্সার মান বাঁচিয়েছেন তিনি ।


ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বুধবার (৩১ জানুয়ারি) রাতে লা লিগার ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে বার্সা।


এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান ধরে রেখেছে বার্সেলোনা। ২২ ম্যাচে ১৪ জয় ও ৩ হারে ৪৭ পয়েন্ট বার্সার। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্টে পিছিয়ে আছে জাভি হার্নান্দেজের দল। লিগ টেবিলের শীর্ষে থাকা জিরোনার সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান ১০।


প্রথমার্ধে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। তবে অল্প যে কয়েকটি সুযোগ পেয়েছিল সেগুলোও কাজে লাগাতে ব্যর্থ লেভানদোভস্কি ও ফেরান তরেসরা। উল্টো ম্যাচের ৬ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ফেরান তোরেস। তার জায়গায় মিডফিল্ডার লোপেজ নেমে অবশ্য পুষিয়ে দিয়েছেন। ভালো কিছু আক্রমণ তৈরি করলেও লামিন ইয়ামাল ও লেভানদোভস্কির দুর্বল ফিনিশিংয়ে গোল হয়নি।


গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় বার্সেলোনা। ম্যাচের ৬২তম মিনিটে ফারমিন লোপেজকে তুলে ভিটর রোকোকে নামান বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। সিদ্ধান্তটি ছিল অবাক করার মতোই। কিন্তু মাঠে নেমেই কোচের আস্থার প্রতিদান দেন এ ব্রাজিলিয়ান সেনসেশন। মাঠে নামার ৬৮ সেকেন্ডের মাথায় জোয়াও কানসালোর ক্রসে কাছ থেকে হেডে গোল করে বার্সাকে লিড এনে দেন রোকো। আর এই গোলকে পুঁজি করেই ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বার্সা। বার্সেলোনার জার্সিতে ৬ ম্যাচে তার প্রথম গোল এটি।


গোলের পর খেলায় কিছুটা প্রাণ ফিরে। রোকো ব্যতিব্যস্ত করে তুলেন ওসাসুনা রক্ষণকে। তবে গোল হজমের চার মিনিট পর আরেকটি ধাক্কা খায় ওসাসুনা। রোকোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার উনাই গার্সিয়া। ৭২তম মিনিটে সফরকারীদের বক্সে রোকো পড়ে গেলে পেনাল্টির জোরাল আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা, তবে রেফারির সাড়া মেলেনি।


৭৬তম মিনিটে ম্যাচে সমতার সুবর্ণ সুযোগ হারায় ওসাসুনা। রুবেন গার্সিয়ার পাস বক্সে পাওয়া রাউল গার্সিয়া গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। তিন মিনিট পর লেভানদোভস্কি বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। শেষ দিকে কানসেলোর শট গোলরক্ষক ফিরিয়ে দেয়ায় ব্যবধান বাড়েনি।


২২ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মৌসুমের চমক জিরোনা। ২৬ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ওসাসুনা।