দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারলো না পিএসজি

ফুটবল দুনিয়া January 29, 2024 437
দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারলো না পিএসজি

রোববার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে নিজেদের দুর্গ পার্ক ডু প্রিন্সেসে হোঁচট খেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দুই গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি প্যারিসিয়ানরা। পিএসজিকে তাদেরই মাঠে ২-২ গোলে রুখে দিয়েছে ব্রেস্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হতাশার এখানেই শেষ নয়।


ম্যাচটা পিএসজি আবার শেষ করেছে ১০ জনের দল নিয়ে! দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ব্র্যাডলি বারকোলা। এ ছাড়া হলুদ কার্ড দেখেছেন মূল একাদশের তিন খেলোয়াড়। এই তালিকায় নাম ছিল কিলিয়ান এমবাপ্পেরও। ম্যাচজুড়ে নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। অনুমিতভাবেই ম্যাচটা ভুলে যেতে চাইবেন এমবাপ্পে।


লিগ ওয়ানের চলতি মৌসুমে এটা পিএসজির পঞ্চম ড্র। টানা দুই জয়ের পর আবারও সেই ড্রয়ের ফাঁদে পা দিয়েছে তারা। তবে হোঁচটের পরও পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে লুইস এনরিকের দল। ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট পিএসজির। তাদের সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিসঁ। তিনে থাকা ব্রেস্ট্রের সংগ্রহ ৩৫ পয়েন্ট।


পরিচিত দর্শকদের সামনে ৩৮ মিনিটে পিএসজিকে লিড এনে দেন স্প্যানিশ তারকা মার্কো অ্যাসেনসিও। ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কলো মুয়ানি। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ব্রেস্ট। ৫৫ মিনিটে ব্যবধান কমান মাহদি ক্যামারা। ৮০ মিনিটে অতিথিদের সমতায় ফেরান ম্যাথিয়াস পেরেরা লাজ; পিএসজির পয়েন্টে ভাগ বসায় ব্রেস্ট।