৫ গোলে হারের পর যে কঠিন সিদ্ধান্ত নিলো বার্সা কোচ জাভি

ফুটবল দুনিয়া January 28, 2024 1,007
৫ গোলে হারের পর যে কঠিন সিদ্ধান্ত নিলো বার্সা কোচ জাভি

কদিন আগেই অ্যাটলেটিকো বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। কাতালানদের ৪-২ গোলের এমন হারের পর বার্সা কোচ জাভি হার্নান্দেজ চাকরি নিয়ে টানাটানি শুরু হয়। লিগেও যে বার্সা আছে তিন নম্বরে!


এই যখন আলোচনা, ছন্দহীন বার্সেলোনা গতকাল রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগায় ঘরের মাঠে ৫-৩ গোলের বড় ব্যবধা্নে হেরে বসেছে। এমন ব্যর্থতার পর হঠাৎ করেই বার্সেলোনা ভক্তদের জন্য বড় দুঃসংবাদ এসেছে। দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাভি।


২০২১ সালে বার্সেলোনার দায়িত্বে এসেছিলেন জাভি। তাঁকে ঘিরে দিন বদলের স্বপ্ন দেখছিলেন সমর্থকরা। তবে আশানুরূপ ফল না পেলেও প্রিয় ক্লাবের নিজের দ্বিতীয় মৌসুমে ক্লাবকে এনে দিয়েছিলেন লিগ শিরোপা। তবে এবার যেন সব বদলে গেল।


ভিয়ারিয়ালের কাছে হারের পর কাল জাভি বলেছেন, ‘আমি ৩০ জুন চলে যাচ্ছি, ক্লাব সভাপতি ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।'


বার্সেলোনার কোচ হিসেবে এক প্রকার হতাশায় প্রকাশ করেছেন জাভি। তিনি বলেন, ‘এটা নির্মম চাকরি। আপনার সব সময় মনে হবে আপনি মূল্য পাচ্ছেন না৷ খারাপ আচরণের শিকার হবেন। তারা (গণমাধ্যম) আপনাকে শেষ করে দেবে। সব কোচের সঙ্গেই এমন হয়। সবাইকে তাই চলে যেতে হয়।'


ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম ৫৪ মিনিটে ২ গোলে পিছিয়ে থাকলেও ১৭ মিনিট পরই ৩-২ গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু শেষ দিকে ভিয়ারিয়াল আরো ৩টি গোল করলে ৫-৩ ব্যবধানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।


সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি অনলাইন