শেষ মুহূর্তের গোলে টটেনহ্যামের মাঠে জয় খরা কাটাল সিটি

ফুটবল দুনিয়া January 27, 2024 376
শেষ মুহূর্তের গোলে টটেনহ্যামের মাঠে জয় খরা কাটাল সিটি

টটেনহ্যামের মাঠে গতকালের আগে সর্বশেষ ছয় ম্যাচে জয়ের দেখা পায়নি সিটি।এই ছয় ম্যাচে করতে পারেনি কোন গোলও।শুক্রবার রাতে এফএ কাপে চতুর্থ রাউন্ডের ম্যাচে অবশ্য সেই দীর্ঘ জয় খরা কাটিয়েছে স্কাই ব্লুজরা।


টটেনহ্যামকে তাদের মাটিতে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।এই জয়ে স্পার্সদের বিদায় করে প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।


যদিও জয় এত সহজে ধরা দেয়নি সিটিকে।অস্কার বব দলকে শুরুতে এগিয়ে দিলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।এরপর হল্যান্ড-ডি ব্রুইনাদের একাধিক সুযোগ মিসে নির্ধারিত সময়ের তিন মিনিট আগ পর্যন্ত ম্যাচ ছিল গোলশুন্য সমতায়।


তবে ৮৮ তম মিনিটে বদলি নামা কেভিন ডি ব্রুইনার কর্নার ভালোভাবে সিটি প্লেয়াদের জটলায় পড়ে গিয়ে নিয়ন্ত্রণে নিতে টটেনহ্যাম গোলরক্ষক,ফাকায় বল পেয়ে জাল খুঁজে নেন নাথান আকে।


আর এর মধ্য দিয়ে ছয় ম্যাচ, ৫৩৮ মিনিট পর টটেনহ্যামের মাঠে গোল পেল সিটি।বাকি সময়ে এই লিড ধরে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লীগ শিরোপাধারীরা।


সূত্রঃ ইনকিলাব অনলাইন