অলিম্পিকের বাছাইয়ে পেরুর বিপক্ষে জয় পেলো আর্জেন্টিনা

ফুটবল দুনিয়া January 25, 2024 3,472
অলিম্পিকের বাছাইয়ে পেরুর বিপক্ষে জয় পেলো আর্জেন্টিনা

অলিম্পিক বাছাইয়ের নিজেদের প্রথম ম্যাচে হোঁচটের পর দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্যারিস অলিম্পিক বাছাইয়ে পেরুকে হারিয়েছে আলবাসিলেস্তেরা।


‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে পেরুকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৭তম মিনিটে স্পটকিকে দলকে এগিয়ে নেন থিয়াগো আলমাদা। আর ৮৭তম মিনিটে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন লুসিয়ানো গন্দোও।


নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-১ ড্র করেছিল আর্জেন্টিনা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে দলটি। একই দিন উরুগুয়েকে ৪-৩ গোলে হারানো প্যারাগুয়ের পয়েন্টও ৪, গোল ব্যবধানে পিছিয়ে তারা দুইয়ে।


আগের দিন এরদ্রিকের একমাত্র গোলে বলিভিয়াকে হারিয়ে আসরে শুভসূচনা করে ব্রাজিল। তারা আছে ‘এ’ গ্রুপে। ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে একুয়েদর। দুইয়ে ব্রাজিল।


বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোরে নিজেদের পরের ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।


লাতিন আমেরিকার ১০টি দেশ দুটি গ্রুপে ভাগ হয়ে অলিম্পিক বাছাই খেলছে ভেনেজুয়েলায়। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে বাছাইয়ের চূড়ান্ত পর্বে। সেখানে চার দলের লড়াই শেষে শীর্ষ দুটি দল জায়গা পাবে প্যারিস অলিম্পিকে।


সবশেষ দুই অলিম্পিক আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এবার সোনার লক্ষ্যে প্যারিসে যেতে চায় দলটি। এজন্য লিওনেল মেসি, আনহেল দি মারিয়া ও জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিকে অলিম্পিকে পাঠানোর বিষয়টি ভাবছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।


অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দল খেললেও দুজন বয়স্ক ফুটবলার খেলার সুযোগ পান।


সূত্রঃ ইনকিলাব অনলাইন