অ্যাটলেটিকোর কাছে হেরে কোপা দেল রে থেকে বার্সার বিদায়

ফুটবল দুনিয়া January 25, 2024 1,926
অ্যাটলেটিকোর কাছে হেরে কোপা দেল রে থেকে বার্সার বিদায়

লা লিগা, চ্যাম্পিয়নস লীগে স্প্যানিশ ফুটলের অন্যতম সফল দলটি কোপা দেল রের শেষ পাঁচ আসরে তিনবার সেমিফাইনাল পর্যন্তও যেতে পারেনি। বুধবার রাতে অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ৪-২ গোলে হেরে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটি থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা।


প্রতিপক্ষের মাঠে ম্যাচ শুরু হতে না হতেই গোল হজম করে বসে জাভি হার্নান্দেজের দল।বার্সা রক্ষণের ভুলে বক্সে ঢুকে বিলাবাওয়ের স্প্যানিশ ফরোয়ার্ড গোর্কা যখন বল জালে পাঠালেন,ম্যাচের বয়স তখন মাত্র ৩৮ সেকেন্ড!


সেই ধাক্কা সামলে উঠতে না উঠতে ম্যাচের ২২ তম মিনিটে চোটে পড়ে বার্সা ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে মাঠ ছাড়েন।এলেমেলো বার্সা ম্যাচের প্রথম ২৫ মিনিট কোন শর্টই নিতে পারেনি। তবে তারাই পরের সাত মিনিটে দুইটি আক্রমণ থেকে আদায় করে নেয় দুই গোল।রবার্ট লেভান্ডফোস্কির পর লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় বার্সা।


এ নিয়ে কোপা দেল রেতে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়লেন ১৬ বছর বয়সী ইয়ামালা। লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের সর্বকনিষ্ঠ গোলদাতাও তিনি।


এর পরের গল্পটা অবশ্য শুধুই অ্যাটলেটিক বিলবাওয়ের।বিরতির আগেই বেশ কয়েকটি জোরালো আক্রমণে চালানো স্বাগতিকেরা বিরতির পরপরই পেয়ে যায় সমতার দেখা। ৪৯ তম মিনিটে নিকো উইলিয়ামসের ক্রসে দূরের পোস্টে অরক্ষিত সানসেত হেডে সমতায় ফেরান বিলবাওকে।এরপরেও দলটি ধারাবাহিক আক্রমণ করে গেলেও নির্ধারিত সময় আর কোনো গোল পায়নি।অন্যদিকে সুবিধা করতে পারিনি বার্সাও।ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।


যেখানে বদলি নামা ইনাকি উইলিয়ামসে গোলে প্রথমার্ধে এগিয়ে যায় বিলাবাও।দ্বিতীয়ার্ধের শেষে যোগ করা সময়ে দারুণ এক গোলে বিলবাওয়ের জয় নিশ্চিত করেন নিকো উইলিয়ামস।কোপা দেল রে'তে বার্সেলোনা সর্বশেষ শিরোপা জিতেছিল ২০১৮ সাল। গতকালের হারে কাতালাব ক্লাবটির শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হল।


সূত্রঃ ইনকিলাব অনলাইন