দুই গোলে পিছিয়ে পড়েও রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ফুটবল দুনিয়া January 22, 2024 2,393
দুই গোলে পিছিয়ে পড়েও রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

এমন প্রত্যাবর্তন কেবল রিয়ালের পক্ষেই সম্ভব । কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতাটা যেন রিয়াল মাদ্রিদের অভ্যাসে পরিণত হয়েছে। টেবিলের সবচেয়ে তলানিতে থাকা দলের বিপক্ষে প্রথম হাফেই দুই গোল হজম করে রিয়াল মাদ্রিদ । তবে দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখে ভিনিসিয়াস জুনিয়ররা । চরম নাটকীয় ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গোল করে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।


মৌসুমে এখনো লিগে জয়ের দেখা না পাওয়া আলমেরিয়া ম্যাচের ৩৮ সেকেন্ডেই গোলের দেখা পেয়ে যায়। রবার্টনের সহায়তায় আলমেরিয়াকে এগিয়ে দেন রমজানি। ম্যাচের ২৪ মিনিটে আরও এক গোল হজম করতে বসেছিল রিয়াল। তবে ডি-বক্সের ভেতর থেকে নেয়া রমজানির শটটা গোল পোস্টের ওপর দিয়ে চলে যায়।


তবে প্রথম হাফ শেষ হওয়ার আগে ঠিকই দ্বিতীয় গোলের দেখা পায় সফরকারীরা। ম্যাচের ৪৩ মিনিটে দুর্দান্ত এক গোল করেন আলমেরিয়ার ডিফেন্ডার এডগার গঞ্জালেজ। তাতে দুই গোলে লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।


তবে দ্বিতীয় হাফে দেখা গেল পুরো উল্টো চিত্র। ম্যাচের ৫৭ মিনিটে স্পট কিক থেকে গোল করে রিয়ালের হয়ে এক গোল শোধ করেন ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। তার ১০ মিনিট পরই ম্যাচে সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের ৬৭ মিনিটে অরেলিয়ান চুয়ামেনির ক্রস থেকে বল জালে পাঠান ভিনিসিউস। ৭৭তম মিনিটে বল জালে পাঠান বেলিংহ্যাম। তবে অফসাইডের জন্য মেলেনি গোলটি।


যোগ করা সময়ে লাল কার্ড দেখেন আলমেরিয়া কোচ। তার কিছুক্ষণ পর বেলিংহ্যামের হেডে বল পেয়ে খুব কাছ থেকে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার কারভাহাল। এই গোলের পরই জয়ের উল্লাসে মাতে রিয়াল।


২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে জিরোনাকে টপকিয়ে আবারো শীর্ষে উঠল রিয়াল। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে জিরোনা।