২০২১ সালে বেরিয়ে যাওয়ার পর বহু চেষ্টা করেও বার্সায় আর যেতে পারেননি মেসি। সে কারণেই সম্ভবত নিজের সুদিনের বার্সা সতীর্থদের নিজের নতুন ক্লাবে নিয়ে আসার পরিকল্পনায় আছেন তিনি। এরইমাঝে মেসির সঙ্গে মার্কিন ক্লাবে যোগ দিয়েছেন সাবেক বার্সা তারকা সার্জিও বুসকেটস, জর্দি আলবা।
লুইস সুয়ারেজ এসেছেন, তবে ক্লাবের হয়ে অভিষেক হয়নি এখন পর্যন্ত। এরইমাঝে গুঞ্জন ভাসছে, এবার ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন আরও এক সাবেক বার্সা তারকা। ব্রাজিলের তারকা ফিলিপে কুতিনিয়ো যুক্ত হতে চলেছেন মার্কিন ক্লাবটিতে। যদিও এখন পর্যন্ত সবকিছু গুঞ্জনেই সীমাবদ্ধ।
৩১ বছর বয়সী কুতিনিয়োর বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলা। ফর্মহীনতায় থাকা কুতিনিয়োকে গত সেপ্টেম্বরে ধারে কাতারি ক্লাব আল দুহাইলে পাঠিয়েছিল তারা। সেই ধারের মেয়াদ শেষে ভিলায় ফিরে এসেছেন তিনি। তবে সেখানকার পারফরম্যান্স মোটেই মন ভরাতে পারেনি ভিলা কোচ উনাই এমেরিকে।
আল-দুহাইলে যাওয়ার পর কাতার স্টারস লিগে (কিউএসএল) মাত্র ছয় ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন। লিগে সব মিলিয়ে ৪১৯ মিনিট খেলে গোল করেছেন ২টি। আবার এএফসি চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে ২টি গোল ও ১টি অ্যাসিস্ট করলেও গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে আল দুহাইল।
এমন পারফর্মের পর নিশ্চিতভাবেই তাকে পরিকল্পনায় রাখতে চাইবেন না উনাই এমেরি। ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৩–২৪ মৌসুমে চমক দেখিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে অ্যাস্টন ভিলা। এসবের ভিড়েই জেগে উঠেছে কুতিনিয়োর ইন্টার মায়ামি যাওয়ার গুঞ্জন।
সূত্রঃ ঢাকা পোস্ট