মেসির সঙ্গে পিসজিতে খেলা অনেক মিস করেন এমবাপ্পে

ফুটবল দুনিয়া January 5, 2024 802
মেসির সঙ্গে পিসজিতে খেলা অনেক মিস করেন এমবাপ্পে

গ্রহের অন্যতম সেরা ফুটবলার মেসির সঙ্গে খেলা যে কোন ফুটবলারের আজন্মের সাধ । পিএসজিতে দুই বছর কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে । একে অন্যের গোলে অবদান রেখেছেন। তৈরি হয়েছে অনেক সুখস্মৃতি। দুজনের পথ আবার দুই দিকে বেঁকে গেছে মাস ছয়েক হয়ে গেছে। তবে এখনও আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে খেলতে না পারার অভাব বোধ করেন এমবাপে।


২০১৭ সালের মাঝামাঝি থেকে পিএসজিতে খেলছেন এমবাপে। বার্সেলোনা ছেড়ে ২০২১ সালের আগস্টে ফরাসি ক্লাবটিতে যোগ দেন মেসি। প্যারিসে ২০২৩ সালের জুন পর্যন্ত আর্জেন্টাইন কিংবদন্তীর সঙ্গে খেলেন এমবাপ্পে। দুজনে একসঙ্গে মাঠে থেকেছেন ৬৭ ম্যাচে।


এমবাপ্পে অ্যাসিস্ট থেকে মেসি করেছেন ১৪ গোল। আর মেসির অ্যাসিস্টে এমবাপ্পে গোল করেন ২০টি। এই সময়ে তারা জিতেছেন দুটি লিগ আঁ ও একটি ফরাসি সুপার কাপ শিরোপা।


তুলুজকে হারিয়ে বুধবার টানা দ্বিতীয়বারের মতো ফরাসি সুপার কাপ জেতে পিএসজি। দলের ২-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি করা এমবাপে ম্যাচের পর অ্যামাজন প্রাইমের সঙ্গে আলাপচারিতায় কথা বলেন মেসির সঙ্গে খেলা নিয়ে।


তিনি ‘লিও মেসির সঙ্গে খেলা অবশ্যই এমন কিছু, যা আমি অনেক মিস করি। আমার মতো একজন স্ট্রাইকার, যারা জায়গা করে আক্রমণে ওঠে, মেসি থাকলে এই নিশ্চয়তাটুকু থাকে যে সে বল পাবে। বলতে গেলে, তিনিই কেবল এটি পারেন। মেসির সঙ্গে খেলা সত্যিই বিশেষ কিছু ছিল।’